মরম
যখন প্রার্থনায় দাঁড়াই—
প্রভু
নারী হয়ে ওঠেন;
প্রভু
বৃক্ষ হয়ে ওঠেন।
আর আমি কেবল আঁচল আর ছায়ার নিচেই নতজানু হই।
যখন আল্লাহকে সিজদা করি—
তিনি
মাতৃত্ব দাবি করেন;
তিনি
মহত্ত্ব দাবি করেন।
আর আমি কেবল মাতাল ও মরমি বুকেই সিজদা করি।
কবি
কবি প্রেমিক হলে—কবিতা ঈশ্বরের মতোন ডানা মেলে দেয়
আর
কবি কামুক হলে—কবিতা পাপের মতোন ঝরে যায়।
কবিতা,
ঈশ্বর ও শয়তানের মতো চিরপ্রতিদ্বদ্বী।
দারুণ দারুণ। দুটোই ভালো। দ্বিতীয়টা বেশি ভালো লাগল।
ReplyDeleteআপনাকে অনেক ধন্যবাদ দাদা
Deleteঅসাধারণ কবিতা দুটোই। অভিনন্দন পলিয়ার। তুমি সত্যি শক্তিমান হয়ে গেছো। তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। আমি হলফ করে বলতে পারি।
ReplyDelete