ভোজনকক্ষ
হাঁড়িতে
ফুটছে ভোজনকক্ষ
ওজন নেওয়া আছে ভুঁড়ির
হুড়োহুড়িতে শিরা-ধমনী
উত্তাপেও হাঁড়ির প্রস্তাব পাঠ বন্ধ
এমনটা তো নয় -
আগুনের পাসওয়ার্ডে সেলাই কম পাচ্ছে
টাওয়ারের অভাবে চাল পিছলে যাচ্ছে!
উত্তাপ ডাউনলোড করা যাচ্ছে না
চাল ঢাকনা সরিয়ে O² নিচ্ছে
ওজন নেওয়া আছে ভুঁড়ির
হুড়োহুড়িতে শিরা-ধমনী
উত্তাপেও হাঁড়ির প্রস্তাব পাঠ বন্ধ
এমনটা তো নয় -
আগুনের পাসওয়ার্ডে সেলাই কম পাচ্ছে
টাওয়ারের অভাবে চাল পিছলে যাচ্ছে!
উত্তাপ ডাউনলোড করা যাচ্ছে না
চাল ঢাকনা সরিয়ে O² নিচ্ছে
কিন্তু
ভুঁড়ির মেমরি প্রায় খালি
মেমরি যত লোড হবে তত শান্তি হবে।
মেমরি যত লোড হবে তত শান্তি হবে।
লক্ষ্য রাখা ভালো -
দ্বিতীয়বার যেন হাঁড়ি CO²তে থাকে
দ্বিতীয়বার যেন হাঁড়ি CO²তে থাকে
No comments:
Post a Comment