যৌন তার গান
শরীরে অজস্র বসে থাকা
অথচ বিপজ্জনক হয়ে উঠতে পারে
স্পর্শ - ফ্রয়েড বারবার বলেছেন
যেকোন সঙ্গীতের আগে
মাইক্রোফোনে ঠোঁট দাও
প্রতিবার ঝুঁকে যাও হারমোনিয়ামের চোখে
যেকোন সঙ্গীতের আগে
মাইক্রোফোনে ঠোঁট দাও
প্রতিবার ঝুঁকে যাও হারমোনিয়ামের চোখে
রেওয়াজ! রেওয়াজ! ব্যর্থতা রেওয়াজ
আদতে প্রতিটি তালিমই
নিছক যৌনতা
যৌন তার এবং চক্রবর্তী
গতকাল সেমিনার থেকে ফিরে, তিনঘণ্টা
ঘুমিয়েছিলেন, প্রফেসর চক্রবর্তী
নারীবাদের ওপর সেমিনার
বাহবা পেলেন। খ্যাতি। যশ - বন্ধুদের সানন্দে বললেন
আত্মকথা
গতকাল ঘুমের ভেতর হাততালির সাথে
মেয়েদের ব্যক্তিগত উড়েছিল
ঘুমিয়েছিলেন, প্রফেসর চক্রবর্তী
নারীবাদের ওপর সেমিনার
বাহবা পেলেন। খ্যাতি। যশ - বন্ধুদের সানন্দে বললেন
আত্মকথা
গতকাল ঘুমের ভেতর হাততালির সাথে
মেয়েদের ব্যক্তিগত উড়েছিল
প্রথমটা অসাধারণ, দ্বিতীয়টার লাস্ট দু'লাইন তো জাস্ট পাগলা...
ReplyDeleteদারুণ কবিতা। দুটোই। প্রথমটা বেশি ভালো।
ReplyDeletedutoi osadharon
ReplyDeleteমনোজ দে-এর লেখা 'মেয়েদের উড়তে থাকা ব্যক্তিগত' আর মেয়েদের থাকে না; পাঠক নিজের করেও অনুভবে নিই।
ReplyDeleteখুব সুন্দর এক্সপ্রেশন।
ReplyDelete