শূন্যে ঝোলানো ডুগডুগির
শব্দ
শূন্যে ঝোলানো ডুগডুগির
শব্দ – সরলরেখার ভারসাম্যে
সরলরেখার ভারসাম্যে -আগুনের বৃত্ত
সরলরেখার ভারসাম্যে আগুনের বৃত্ত – ছড়িয়ে দেয়া দুই হাতে
আগুনের বৃত্ত ছড়িয়ে দেয়া দুই হাতে -ডানামেলাপাখি
ছড়িয়ে দেয়া দুই হাতে ডানামেলাপাখি – গলায় বাঁধা দড়ির টানে নেচে ওঠে
গলায় বাঁধা দড়ির টানে- নেচে ওঠে আমার দেবতা
গলায় বাঁধা দড়ির টানে নেচে ওঠে আমার দেবতা – মাদারির বাঁদর
গলায় বাঁধা দড়ির টানে নেচে ওঠে আমার দেবতা মাদারির বাঁদর – কোমর দুলিয়ে
আমার দেবতা মাদারির বাঁদর কোমর দুলিয়ে - পাছা পরিষ্কার
করে
কোমর দুলিয়ে পাছা পরিষ্কার
করে ধর্মগ্রন্থের হলুদ পাতায়
কোমর দুলিয়ে পাছা পরিষ্কার
করে, ধর্মগ্রন্থের হলুদ পাতায় ঝুলে থাকে
জমাট বাঁধা রক্ত -দড়ির ফাঁসে
জমাট বাঁধা রক্ত দড়ির ফাঁসে- আমগাছে
দড়ির ফাঁসে আমগাছে- অল্পখোলা ঠোঁট- ফুলে ওঠা জিভ-গড়িয়ে পড়া লালার দাগ
দড়ির ফাঁসে আমগাছে- জমাট বাঁধা ডুগডুগি।
লেখার ধরনটা চমৎকার। সেই সঙ্গে লেখাটাও। প্রত্যেকটা কথা সম্পূর্ণ হতে চাইচ্ছে না, তারপর এক বার সম্পূর্ণ হতে চেয়ে ইচ্ছে করেই আরো সুন্দর অসম্পূর্ণতা তৈরি করছে। এই সব অসম্পূর্ণতা মিলে আবছায়া দম বন্ধ করা মৃত্যুর মত চমৎকার এক একটা কবিতা তুলে আনছে। Loved it...
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete