প্রেম
একবার
জ্বর লিখি। একবার ঘুম।
বাঁশি বাজে। সম্বোধনের ঘরমুখো বিকেল
খুঁজি। টুকটাক অসুখ খুঁজি। বিষম রাতের দরজা টেনে খুলে দিই তীর্যক যত ভাঁজ। চাঁদ
আসে। চাঁদ ডাকে। বাঁশিতে জমে আড়াল, ঔদ্ধত্য বড় ডাকে।
… এই জীবন রে সাঁই যদি দিলা..
স্পর্শে কেন দূরে রাখলা তারে..
পুতুল
ঘোরের ভেতর ঝরছে
সবুজ নির্যাস।
ক্লোরোফিল । বুড়িগঙ্গা সরু অথবা স্ফীত এসব ইঙ্গিত আসলে ভেঁপু বাজাবার সতর্কতা।
তারপর তুমিও সেই বাইফোকাল। ফ্যাকাসে আলোর অপেরা।
সাঁতারু
মাছদের বলি দ্যাখো -
আমার চোখের তারায়
কেমন উত্তরের হাওয়া
শ্বাসযন্ত্র
খুলে ফেলে সুনিপুণ হেসে ওঠে মোমের পুতুল...
প্রথমটা অপেক্ষা দ্বিতীয়টা ভালো লাগল
ReplyDeleteএরকম সুবর্ণ কবিতার জন্য আবারও অপেক্ষা করি হে পাঠক !
ReplyDelete'শ্বাসযন্ত্র খুলে ফেলে... হেসে ফেলে মমের পুতুল' বোধ ছুঁয়ে যাওয়া বার বার। ভালো লেগেছে মেঘ !
ReplyDeleteপ্রথম কবিতার প্রথম লাইনেই কবিতাটি শেষ করা উচিত ছিল। কারণ, বাকিটুকু মেদ লাগলো, যা ভরপুর রুগ্নতার নিদর্শন। প্রথম লাইনটির জন্য, আপনার কবিতার প্রতি ভালবাসা রাখলাম
ReplyDeleteভালোলাগলো মেঘদি
ReplyDeleteভালো লাগেনি
ReplyDeleteপুতুল ভালো লাগলো...
ReplyDelete