জল অথবা
রাষ্ট্র বিষয়ক
১
জল পরিষ্কার এবং প্রায়
বর্ণহীন রাসায়নিক পদার্থ
তরল রাষ্ট্র
কঠোরভাবে প্রভাবশালী
অথবা বায়বীয়
রাষ্ট্র
বাষ্প, জলীয় বাষ্প
উপরন্তু, তুষার, হিমবাহ, বরফ
প্যাক এবং আইসবার্গ
মেঘ, কুয়াশা, শিশির,
বায়ুমণ্ডলীয় আর্দ্রতা
পৃথিবীর স্বাদু পানি শূন্য
দশমিক শূন্য শূন্য তিন
শতাংশ
একটি এইচ টু ও মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে বোঝানো যাক, জল
এক উপাদান
২
মানুষের নির্দিষ্ট সেন্সর
তাদের মুখের মধ্যে জলের উপস্থিতি
অনুভব করতে পারে না
ব্যাঙ গন্ধ পায় পরিচিত
বোতলজাত মিনারেল ওয়াটারে অনেক দ্রবীভূত পদার্থ,
ব্যাঙ গন্ধ পায় পরিচিত
বোতলজাত মিনারেল ওয়াটারে অনেক দ্রবীভূত পদার্থ,
মানুষ, এবং অন্যান্য প্রাণীকে অজ্ঞান করে
তাদের জল যে খুব নিমকি বা পচা হয়
ভয় এড়ানো জল সুবহতা নির্ণয় করতে সক্ষম
জল ও রাষ্ট্র একাকার হয়ে যায়। আসলে জল এই আমি পাঠকের কাছে ভিন্নমাত্রা হয়ে ধরা দেয়, অবগাহন করি সেই দ্রবণে। শুভেচ্ছা কবি।
ReplyDeleteজল জলীয়বাষ্প বায়ুমণ্ডল শিশির আর্দ্রতা আইসবার্গ কুয়াশা... এই সব অনুষঙ্গ অন্য এক আবহ দিয়ে যায় কবিতা ২টিতে। পাঠক হিসেবে সেই পরিবেশের ভেতোর বসে উপভোগ করি কবিতা ২টি। বাহ !
ReplyDelete