এইটুকু থাকে
আর সব তো উধাও হয়ে যায় মানুষের খুব প্রয়োজনে
তুমি যা যা ভেবেছ মধু, নম্র বিকেলপ্রতিম...
তাই তাই তো কারুর প্রয়োজনই ছিলো
অল্পদিনে ভুলতে হবে যে প্রেমিকের নাম তুমি সেই প্রেমে একা মায়াময়
এইটুকু থাকে, আমাদের অস্থায়ী বাসাগুলিতে
এইটুকু ভালো রেখে দিতে হয়
আর সব তো রোদ পড়ে গেছে, শিশিরে শহর এলোমেলো...
আহা!
ReplyDelete' শিশিরে শহর এলোমেলো' বাহ !
ReplyDeleteএইটুকু থাক। :)
ReplyDeletebesh..... elomelo holo sohor.......@avishek
ReplyDelete