জেনুইন জকি
২
জকিটির তর্জনী ভাষা জানে ঘোড়াটির
তার আস্তাবলে ফেলে আসা যাবতীয় ঠুলির
মধ্যেকার দৃশ্যপট জিভের তলায় সরবিট্রেটের মত
নিয়েই রেসের আলোর বিপরীতে বেড়ে ওঠে ঘোড়ার ছায়া
আর তার কোটের পকেটে রাখা হয়ে থাকে লাল রুমাল
ওই সেই হার্ডল, যা পেরোলে জকিটি তার
কোটের পকেট থেকে লাল রুমাল নাড়িয়ে
চোখ ছুঁড়ে দেবে কোনো সফেদ ঘোড়ার দিকে,
এবং খুঁজে পাবে না রাতে ঘরে ফেরার রাস্তা
আর ঘোড়াটিও হারাবে কিংবা পাবে নতুন আস্তাবল কোনো
এসব ছবি কাটাছেড়ার নয়, রেস শেষ হলে
এমন ছবির নেগেটিভ জকিটির তর্জনী তুলে নেয়
আর খুলে দেয় ঘোড়াটির নাল
অন্ধকার দরজায় টাঙানোর জন্য
বাহ্ শুভ। বেশ ভালো লাগল।
ReplyDeletethank you jugantor da :)
Deleteসুন্দর!!
ReplyDeletejitesh da thanks :)
Deleteঘোড়াকে জানতে হয়, কবিকে কিছু বেশি। বেশ লেগেছে, শুভ।
ReplyDelete